Amrita Bani-6
“আমরা এই স্থূল দেহটাকে ভগবানের বলে মনে করছি না বলে অন্য একটা ঈশ্বরীয় রূপের প্রয়োজন হয়ে পড়লো। যদি এটাকে তাঁর বলে ভাবতে পারতাম তাহলে এর মধ্যেই ভগবান প্রকাশিত হতেন, মানুষই ভগবান হতো ”। – শ্রী শ্রী আচার্য জ্ঞানেশ্বর দেব।