Amrita Bani- 4
“এই সমগ্র বিশ্ব সংসার তোমার। তোমরা ভগবানের সন্তান – ভগবান হও। তোমাদের ভাব,চিন্তা,ভাবনা,সত্ত্বা – অনন্ত হোক, সর্বব্যাপ্ত হোক। দেখবে যখন তোমার আনন্দ বিশ্বময় হবে,তুমি তখন ছেলে-মেয়ে,ঘর সংসার,আত্মীয়-পরিজন,শত্রু-মিত্র সকলের মধ্যে তোমার ভগবানকেই দেখবে অর্থাৎ নিজেকেই দেখবে ”।– শ্রী শ্রী আচার্য জ্ঞানেশ্বর দেব।