Amrita Bani
Amrita Bani
- Amrita Bani-6 “আমরা এই স্থূল দেহটাকে ভগবানের বলে মনে করছি না বলে অন্য একটা ঈশ্বরীয় রূপের প্রয়োজন হয়ে পড়লো। যদি এটাকে তাঁর বলে ভাবতে পারতাম তাহলে এর মধ্যেই ভগবান প্রকাশিত হতেন, মানুষই ভগবান হতো ”। - শ্রী শ্রী আচার্য জ্ঞানেশ্বর দেব।
- Amrita Bani-5 “কেউ যদি নিজেকে জানতে চায়,আমি তাকে পথ দেখাতে পারি। কিন্তু নিজেকে বাদ দিয়ে যদি কেউ ভগবানকে পেতে চায় – তা আমার পক্ষে সম্ভব নয় ”। - শ্রী শ্রী আচার্য জ্ঞানেশ্বর দেব।
- Amrita Bani- 4 “এই সমগ্র বিশ্ব সংসার তোমার। তোমরা ভগবানের সন্তান – ভগবান হও। তোমাদের ভাব,চিন্তা,ভাবনা,সত্ত্বা – অনন্ত হোক, সর্বব্যাপ্ত হোক। দেখবে যখন তোমার আনন্দ বিশ্বময় হবে,তুমি তখন ছেলে-মেয়ে,ঘর সংসার,আত্মীয়-পরিজন,শত্রু-মিত্র সকলের মধ্যে তোমার ভগবানকেই দেখবে অর্থাৎ নিজেকেই দেখবে ”।- শ্রী শ্রী আচার্য জ্ঞানেশ্বর দেব।
- Amrita Bani- 3 "পর স্বভাবের নিন্দা করলে পরভাবই নিজের মধ্যে আরোপিত হয়।" - শ্রী শ্রী আচার্য জ্ঞানেশ্বর দেব।
- Amrita Bani-2 “তোমরা আমার এপারের কর্ম কর, আমি তোমাদের ওপারের ভার নিলাম।” - শ্রী শ্রী আচার্য জ্ঞানেশ্বর দেব।
- Amrita Bani-1 "বাহিরে কোথাও শত্রু নেই , শত্রু তোমাদের অন্দর (অন্তর) মহলেই আছে।" - শ্রী শ্রী আচার্য জ্ঞানেশ্বর দেব।